লাইভে ‘জুবায়েরপন্থী’ বলায় টাঙ্গাইলে ডিবিসির সাংবাদিকের উপর হামলা

অপরাধ টাঙ্গাইল সদর মিডিয়া রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে জুবায়েরপন্থিদের নানা দাবি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচির লাইভ সংবাদ চলাকালে জুবায়েরপন্থি শব্দ উচ্চারণ করায় ডিবিসি নিউজের সাংবাদিকদের ওপর হামলা করেছে জুবায়েরপন্থি অনুসারীরা।

রবিবার, ২২ ডিসেম্বর বিকাল ৩টায় বিভিন্ন দাবি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি চলাকালে এমন ঘটনা ঘটে। এ সময় অন্য সাংবাদিকরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এতে মোট ৬জন সাংবাদিক আহত হয়েছেন।

জানা গেছে, গত ১৮ ডিসেম্বর রাতে গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে হামলার ঘটনায় জড়িত সাদপন্থীদের বিরুদ্ধে মামলা ও বিভিন্ন মসজিদে তাদের কার্যক্রম বন্ধের দাবিতে টাঙ্গাইল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিতে যান জুবায়েরপন্থীসহ টাঙ্গাইলের ওলামা-মাশায়েকরা। এ সময় জেলা প্রশাসক ও এসপির বিরুদ্ধে অসৎ আচরণের অভিযোগ তুলে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। বিকেল ৩টার সংবাদে ডিবিসি নিউজে লাইভ চলাকালীন রিপাের্টার সোহেল তালুকদার ‘জুবায়েরপন্থী’ শব্দ উচ্চারণ করায় তার ওপর হামলা করে অনুসারীরা। এ সময় সোহেল তালুকদারকে উদ্ধারে এগিয়ে গেলে অন্য সাংবাদিকদের ওপর হামলা করে জুবায়েরপন্থীরা।

এ সময় ডিবিসি নিউজের ভিডিও জার্নালিস্ট আশিকুর রহমান, চ্যানেল টোয়েন্টি ফোর জেলা প্রতিনিধি মাসুদ রানা, চ্যানেল এসের জেলা প্রতিনিধি অলক কুমার দাস, বিডি নিউজের জেলা প্রতিনিধি মোল্লা তোফাজ্জল আহত হন।

আহত ডিবিসি নিউজের সাংবাদিক সোহেল তালুকদার বলেন, ‘লাইভে শুধু জুবায়েরপন্থী বলছি। এতে ক্ষিপ্ত হয়ে জুবায়েরপন্থীরা সাংবাদিকদের উপর হামলা করে।’

আহত সাংবাদিকরা বলেন, এ ঘটনায় আমরা হতভম্ব। কিছু বোঝার আগেই জুবায়েরপন্থিরা সন্ত্রাসীদের মতো সাংবাদিকদের ওপর হামলা করেন। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

জুবায়েরপন্থী মুরুব্বি মুফতি আব্দুর রহমান বলেন, এ ঘটনাটি নিছক একটি ভুল বোঝাবুঝি। পরে ওই সাংবাদিক ও সাংবাদিক নেতাদের সঙ্গে বিষয়টির মীমাংসা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীন হোসেন রাতে মুঠোফোনে বলেন, বিকালে ওই ঘটনার সময় আমি ডিউটিরত অবস্থায় পাশেই ছিলাম। যার ফলে পুরো বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ না পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *