কালিহাতীতে মহাসড়কে ডাকাতি প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেফতার

অপরাধ আইন আদালত কালিহাতী

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে মহাসড়কে ডাকাতির প্রস্তু‌তির নেওয়ার সময় অভিযান চা‌লিয়ে ৬ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পু‌লিশ।

রবিবার, ২২ ডিসেম্বর বিকেলে এক সংবাদ সম্মেলন ক‌রে এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন কালিহাতী সার্কেল এএসপি আব্দুল্লাহ আল ইমরান।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ সদরের চর বনবাড়িয়া এলাকার গহের আলী শেখের ছেলে শামীম শেখ (৩০), মির্জাপুরের বেলতৈল উত্তরপাড়া গ্রামের মৃত আমছের আলীর ছেলে আব্দুল লতিফ (৪৭), হাট ফতেপুর এলাকার মৃত একাব্বর মিয়ার ছেলে রাসেল মিয়া (২৮), ভূঞাপুর উপজেলার উত্তর চরবিহারী এলাকার রহিজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবি (২৭), সিরাজকান্দি মাস্টারপাড়া এলাকার মৃত সোরহাব আলীর ছেলে খাদেম আলী (২৮), কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী মধ্যপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল্লা হিল কাফি (২০)।

এএসপি আব্দুল্লাহ আল ইমরান বলেন, শ‌নিবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড আহাদ মটরসের সামনে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করা হয়। এর আগে গ্রেপ্তারকৃতরা মহাসড়‌কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, একটি পিকআপ ভ্যান নং ঢাকা মেট্রো ন ১২-২৯৮৭ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হ‌য়। তা‌রা বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে দে‌শের বিভিন্ন থানায় গরু চুরিসহ একাধিক মামলা রয়েছে।

তি‌নি আরো বলেন, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাত দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে নেওয়া হবে। এ ঘটনায় কালিহাতী থানায় মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *