মাভাবিপ্রবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

টাঙ্গাইল সদর দিবস শিক্ষা

মাভাবিপ্রবি প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

 

দিবসটিতে ১০ ডিসেম্বর বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজিম আখন্দ।

এ সময় লাইফ সায়েন্স অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ উমর ফারুক, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় বিভাগের সামনে গিয়ে শেষ হয়।

দিবস উপলক্ষে বিভাগের শিক্ষার্থীদের মাঝে মানবাধিকার বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উক্ত বিভাগের উদ্যোগে আগামী ১৫ ডিসেম্বর এ বিষয়ে একটি সেমিনারেরও আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর বলেন, এখন বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে । বিশ্বের সকল মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোকে মানবাধিকার বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি আমাদের সমাজ ও রাষ্ট্রের যে যেখানে আছি সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে কেউ যেন তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *