সখীপুরে বনভূমি দখল মামলায় জামায়াত নেতা গ্রেফতার

অপরাধ আইন আদালত রাজনীতি সখিপুর

সখীপুর প্রতিনিধি: সখিপুরে বনের জমি দখলের অভিযোগে জামায়াত নেতা মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ। সে নলুয়া ইউরেকা কিণ্ডার গার্ডেন এর পরিচালক ও উপজেলা জামায়াত ইসলামীর সহ সম্পাদক।

 

সোমবার, ২ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় সখিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার নলুয়া গ্রামের মোহাম্মদ আলতাফ হোসেন খানের ছেলে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সখিপুর উপজেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি ও শিবিরের সাবেক সভাপতি ছিলেন।

স্থানীয় বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা যায়, নলুয়া বিটের বিসি বাইদ মৌজার সিএস দাগ নং- ১৪০২ এ অবৈধভাবে সরকারী সংরক্ষিত বনে প্রবেশ করে অবৈধভাবে গজারী ক’পিচ কর্তন, ঘর নির্মাণ ও বনভূমি জবর দখল করায় জামায়াত নেতা মনিরের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়।

স্থানীয় বন কর্মকর্তা (বিট অফিসার) এ. কে. এম সাবেরুজ্জামান মুঠোফোনে বলেন, নলুয়া বিটের বিসি বাইদ মৌজার সিএস দাগ নং-১৪০২ এ প্রায় ৪০০ শতাংশ বনভূমি বেদখল হয়েছে। পর্যায়ক্রমে দখলদারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে এবং বনের জমি উদ্ধার করা হবে। জামায়াত নেতা মনিরুজ্জামান মনির বনাঞ্চলের জমি জবরদখল করে সেখানে ঘর নির্মাণ করেন। এতে বাধা দিলে বন বিভাগের লোকজনকে জামায়াতের নেতা পরিচয়ে তিনি হুমকি দেন।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন জামায়াত নেতা মনিরুজ্জামান মনিরের গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, আগামীকাল মঙ্গলবার সকালে মনিরকে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *