মাভাবিপ্রবি নারী শিক্ষার্থীকে উক্ত্যক্ত: যুবক আটক, মুচলেকায় মুক্তি

অপরাধ টাঙ্গাইল সদর ফিচার শিক্ষা

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে উক্ত্যক্তের ঘটনায় রানা আহমেদ (২৫) এক যুবককে আটক করা হয়েছে। অভিযুক্ত রানা আহমেদ বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় বাসিন্দা। সে পেশায় একজন মাছ ব্যবসায়ী।

 

জানা যায়, গত ১৬ নভেম্বর ক্যাম্পাসে থেকে শহরে যাওয়ার পথে ব্যাটারি চালিত অটোরিকশায় হেনস্থার শিকার হন বিএমবি বিভাগের এক নারী শিক্ষার্থী। এরপর ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ দায়ের করে।

আভিযোগ সূত্রে জানা যায়, ব্যাটারি চালিত অটোরিকশায় ক্যাম্পাসে থেকে শহরে যাওয়ার পথে স্থানীয় যুবক রানার দ্বারা হয়রানির শিকার হন‌ ভুক্তভোগী শিক্ষার্থী। অভিযুক্ত রানা বিভিন্ন অজুহাতে ভুক্তভোগীর শরীর স্পর্শ করার চেষ্টা করে। পরে ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপে জানানো হলে একাধিক শিক্ষার্থীর সাথে এরকম ঘটনা ঘটেছে বলে জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ঘটনাটি ক্যাম্পাসের বাহিরে হওয়ায় অভিযোগপত্রটি পাশ্ববর্তী পুলিশ ফাঁড়িতে স্থানান্তর করেন। এরপর পুলিশ অভিযুক্তকে খুঁজতে থাকে। রবিবার, ১ ডিসেম্বর অভিযুক্ত স্থানীয় জনপ্রতিনিধি নিয়ে আত্মসমর্পণ করে। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

এই বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন বলেন, ঘটনা বিশ্ববিদ্যালয়ের বাহিরে হওয়ায় ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগপত্রটি পুলিশ ফাঁড়িতে স্থানান্তর করি। পুলিশ অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে খুঁজতে থাকে। আজ অভিযুক্ত স্থানীয় দুইজন জনপ্রতিনিধি নিয়ে আত্মসমর্পণ করতে আসে। ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ করবে না এই মর্মে মুচলেকা দিয়েছে। এরপর তাকে ছেড়ে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *