টাঙ্গাইলে সাবেক উপমন্ত্রী পিন্টুর খালাসের খবরে আনন্দ মিছিল: মিষ্টি বিতরণ

আইন আদালত টাঙ্গাইল সদর রাজনীতি সংগঠন

নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত টাঙ্গাইল-২ (ভূঞাপুর-‌গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু প্রায় ১৭ বছর পর খালাস পেলেন । রোববার দুপুরে তাঁর খালাসের খবরে নিজ এলাকা টাঙ্গাইলে আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করেছেন জেলা বিএনপির নেতা-কর্মীরা।

 

রায় ঘোষণার খবর পাওয়ার পরই বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে স্থানীয় শহীদ মিনার চত্বরে জড়ো হন। সেখানে মিষ্টি বিতরণ শেষে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসিনুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক ওরফে সানু প্রমুখ।

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালা বলেন, আব্দুস সালাম পিন্টুকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন যাবত স্বৈরাচার হাসিনা সরকার জেলে আবদ্ধ রেখেছে। বর্তমান সরকার নিরপেক্ষ বিচার বিভাগ করায় আজ আমরা ন্যায়বিচার পেলাম। আমরা টাঙ্গাইলবাসী আজ অনেক আনন্দিত।

জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক বলেন, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু খালাস পাওয়ায় টাঙ্গাইল জেলা বিএনপি জাগ্রত হয়েছে। টাঙ্গাইলবাসী আজ খুবই আনন্দিত।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন ধরে স্বৈরাচার হাসিনা সরকার তাঁকে জেলে রেখেছিল। বর্তমান সরকার নিরপেক্ষ বিচার বিভাগ করায় আজ আমরা ন্যায়বিচার পেলাম। আমরা টাঙ্গাইলবাসী আজ অনেক আনন্দিত।’

উল্লেখ্য, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন। গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারে রয়েছেন। কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন তাঁর ছোট ভাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *