নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৩০ নভেম্বর দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফ হক। স্মরণ সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, স্থানীয় সরকারের উপপরিচালক শিহাব রায়হান, সেনাবাহিনীর ক্যাপ্টেন আহনাফ রিদুয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, টাঙ্গাইল মেডিকেলের পরিচালক মো. আব্দুল কুদ্দুস, শহিদ মারুফের মা মোছা. মোর্শেদা খাতুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নবাব আলী, আহত শাহেদ মিয়া, কাওছার হোসাইন প্রমুখ।
বক্তরা বলেন, জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২০৬ জন আহত হয়েছে। এছাড়াও টাঙ্গাইল ও দেশের বিভিন্ন এলাকায় ৯ জন নিহত হয়েছেন। এ সব ঘটনায় মামলা হলেও অনেক আসামী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এতে আন্দোলনকারী ছাত্র-জনতা অনেকেই হুমকির মুখে রয়েছে। সভায় শহিদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া আহত ছাত্র-জনতা ও পরিবারের সদস্য, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।