নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে অতিরিক্ত ভর্তি ফি ও চাঁদা আদায়ের ক্ষোভে রিকশা শ্রমিকদের একাংশের দেওয়া আগুনে আহত শ্রমিক নেতা আবুল কালাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত রোববার, ২৪ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার, ২৫ নভেম্বর বিকেলে শ্রমিক নেতা আবুল কালামের জানাজা জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। পরে বাদ মাগরিব সাবালিয়া এলাকায় দ্বিতীয় জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এ সময় জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আলী ইমাম তপন, উপদেষ্টা জাফর আহমেদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কাশেম, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি হোসেন আলী, সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন। জানাজায় ইমামতি করেন জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ।
উল্লেখ্য, গত মঙ্গলবার, ২১ নভেম্বর দুপুরে অতিরিক্ত ভর্তি ও মাসিক ফি অতিরিক্ত নেওয়ার অভিযোগে জেলার একাংশের শ্রমিকরা জেলা রিকশা শ্রমিক অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় অফিসে থাকা তিনটি মোটরসাইকেল, আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজ পুড়ে ছাই হয়ে যায়। হামলা ও অগ্নিসংযোগে জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবুল কালামসহ তিনজন আহত হন। অগ্নিদগ্ধ অবস্থায় আবুল কালামকে প্রথমে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আলী ইমাম তপন বলেন, আবুল কালামের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। মঙ্গলবার এ হত্যার ঘটনায় আলাদা একটি মামলা করা হবে। এছাড়াও বুধবার অর্ধদিবস এই হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে অর্ধদিবস রিকশা চলাচল বন্ধ থাকবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল সদর থানা পুলিশের উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, রিকশা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আগুন ও অগ্নিদগ্ধের ঘটনায় ২১ নভেম্বর সংগঠনের সাধারণ সম্পাদক লিয়াকত আলী বাদী হয়ে মামলা করেছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় একজন শ্রমিক নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি।