নিজস্ব প্রতিবেদক: মির্জাপুর উপজেলার বাঁশতৈল এলাকার ৫টি স্থানে ২০টি কাঠ থেকে কয়লা প্রস্তুতকারী অবৈধ ও পরিবেশ দূষণকারী চুল্লী ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল।
রবিবার, ১৭ নভেম্বর টাঙ্গাইল জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও পরিবেশ অধিদপ্তরের এ অভিযান পরিচালনা করেন। এ সময় কাঠ থেকে কয়লা প্রস্তুতকারী অবৈধ ও পরিবেশ দূষণকারী চুল্লীর মালিকদের ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে মেজর সাদিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান ও পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল এর সহকারী পরিচালক তুহিন আলম উপস্থিত ছিলেন। এছাড়াও ফায়ার সার্ভিসের সদস্য, পুলিশ সদস্য, সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল এর সহকারী পরিচালক তুহিন আলম বলেন, ভবিষ্যতে পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলায় এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।