গোপালপুরে আশা শিক্ষা কর্মসূচির অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘাটাইল শিক্ষা সেমিনার

গোপালপুর প্রতিনিধি: গোপালপুরে আশা শিক্ষা কর্মসূচির আওতায় (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি) শিক্ষার্থীর অভিভাবকদেরকে নিয়ে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ৩০ অক্টোবর সকালে ভেঙ্গুলা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ দেলোয়ার আলম, আশা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, গোপালপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শেখ মোঃ জোবায়েরুল হক, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামসহ অভিভাবক কমিটির সদস্য, শিক্ষা সুপারভাইজার ও অভিভাবকবৃন্দ।

বক্তব্যে আশার সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ২০১১ সাল থেকেই আশা শিক্ষা কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে কাজ করে আসছে। প্রাথমিক বিদ্যালয়ের শিশু-৫ম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে পাঠদান কেন্দ্র ও দেশব্যাপী মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ-৮ম শ্রেণির পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও ঝরে পড়া রোধে কর্মসূচি হাতে নিয়েছে। এতে অসহায় ও হতদরিদ্র শিক্ষার্থীর ফ্রি টিউশনির সেবাসহ শিক্ষা উপকরণের জন্য সকল ব্যবস্থা করা হচ্ছে । শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতনার সাথে এগিয়ে আসতে হবে, তবেই প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে এই কর্মসূচি বিশেষ ভূমিকা রাখতে পারবে।

এ সময় আশা শিক্ষা কর্মসূচি নিয়ে অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা তাদের মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠান পরিচালানা করেন ভেঙ্গুলা বহুমুখী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ হাবেল মিয়া। সার্বিক সহযোগিতায় ছিলেন ভেঙ্গুলা বহুমুখী উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃ ইমরুল হাসান ও অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *