ধনবাড়ীতে শহীদ সাজিদ সড়ক উদ্বোন করলেন জেলা প্রশাসক শরীফা হক

আইন আদালত ধনবাড়ী রাজনীতি

হাফিজুর রহমান, ধনবাড়ী প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জগন্নাাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ একরামুল হক সাজিদ-এর নামে টাঙ্গাইলের ধনবাড়ীর নলহরা-বিলকুকরী-খালেকের মোড় পর্যন্ত পাঁকা সড়কটি “শহীদ সাজিদ সড়ক” নামে নামকরণের উদ্বোধন করা হয়েছে। সড়কটির উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক।

 

শুক্রবার, ২৫ অক্টোবর বিকেলে এ সড়কটির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে জেলা প্রশাসক শরীফা হক সাজিদের গ্রামের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে দেখা করে সাজিদের মা ও বাবার সাথে কথা বলেন। এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে সাজিদের কবরের পাশের মসজিদ, রাস্তা ও রাস্তায় আলোকবাতিসহ সকল উন্নয়নের কথা বলে সার্বিকভাবে তাদের পাশে থাকার কথা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারাহ ফাতেহা তাকমিলা, জামায়াতে ইসলামী বাংলাদেশ ধনবাড়ী উপজেলা শাখার আমির মৌলানা আব্দুল খালেক, বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সুরাহ সদস্য আধ্যপক মিজানুর রহমান, জামায়াতে ইসলামী বাংলাদেশ ধনবাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক শাজাহান আলী, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু ও নিহত শহীদ সাজিদদের চাচাতো বড় ভাই সাইদুল ইসলাম আপনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *