ঘাটাইলে রমরমা জুয়ার আসর চলার অভিযোগ

অপরাধ ঘাটাইল পরিবেশ

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলের সিঙ্গুরিয়া এলাকায় ‘বিশাল’ নামের এক ইটভাটায় দীর্ঘদিন ধরে ‘ওয়ান টেন’ ও ‘কাইট’ নামে রমরমা জুয়ার আসর চলে আসছে বলে অভিযোগ উঠেছে। এই জুয়া খেলাকে কেন্দ্র করে মাদক ব্যবসাও রমরমা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

অভিযোগ উঠেছে স্থানীয় জয়নাল মিয়া, মো. মকবুল ও বাবলু মিয়ার নেতৃত্বে প্রতিদিন রাত থেকে ভোর পর্যন্ত ওয়ান টেন এবং কাইট জুয়া চালানো হচ্ছে। এ খেলায় অংশ নিতে ঘাটাইল ছাড়াও ভূঞাপুর, কালিহাতি ও গোপালপুরসহ বিভিন্ন এলাকার জুয়াড়িরা অংশ নিচ্ছেন। আর এজন্য তারা পাহারা দেওয়ারও ব্যবস্থা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত জয়নাল মিয়া বলেন, ‘এ বিষয়ে সাংবাদিক ও পুলিশের সাথে কথা হয়েছে।’

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, আমি ছুটিতে আছি। যদি এ ধরনের জুয়া চলে থাকে, তাহলে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *