টাঙ্গাইলের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে যাত্রাশিল্পীর লাশ উদ্ধার

অপরাধ টাঙ্গাইল সদর দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে আইয়ুব আলী (৪৭) নামে একজন যাত্রাপালার অভিনয়শিল্পীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার, ১৩ অক্টোবর সকালে এই যাত্রাশিল্পীর লাশ উদ্ধার করা হয়। এ সময় তার গলায় পরনের কাপড় পেঁচানো অবস্থায় ছিলো।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিহত আইয়ুব আলী (৪৭) সদর উপজেলার ভবানীপুর পাতুলী এলাকার মৃত নছিম মিয়ার ছেলে। তিনি বিভিন্ন স্থানে নারী সেজে যাত্রাপালায় অভিনয় করতেন।

পুলিশ আরো জানায়, আজ সকালে নতুন বাসস্ট্যান্ডে এলাকার মাইক্রোবাস স্ট্যান্ডের পিছনের পরিত্যক্ত ঘর থেকে গলায় পড়নের কাপড় পেঁচানো অবস্থায় লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছে।

নিহতের ছেলে অনিক মিয়া বলেন, আমার বাবা গতকাল সন্ধ্যায় কাজের কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। আজ সকালে আমার বাবার লাশ উদ্ধারের খবর পেয়ে হাসপাতালে আসি।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহম্মেদ বলেন, নিহতের মুখে আঙ্গুলের ছাপ ও গলায় পড়নের কাপড় পেঁচানো ছিলো। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা করে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *