
নাগরপুর প্রতিনিধি: নাগরপুর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার, ৮ অক্টোবর দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হুসাইন শাকিলের সভাপতিত্বে নাগরপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) ও সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক। উপজেলার ২০০ কৃষক-কৃষাণীর মাঝে চলতি খরিপ-২ মৌসুমে জনপ্রতি ৫ কেজি মাসকলাই এবং ১০ কেজি ডিএপপি সার বিতরণ করা হয়।
আরো বক্তব্য রাখেন সহবতপুর ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ মোল্লা, নাগরপুর থানার এসআই জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাহিদুল ইসলাম, নাগরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহির ফয়সাল, মো. আবু বকর প্রমুখ। এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের কৃষকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।