কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৪টি শ্যালো ইঞ্জিন চালিত ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।
রোববার, ২৯ সেপ্টেম্বর বিকেলে উপজেলার ভিয়াইল বিলে এ অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন।
বিষয়টি নিশ্চিত করে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন জানান, উপজেলার পারখী ইউনিয়নের ভিয়াইল বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার জব্দ করা হয়। এলাকাবাসী কয়েকদিন ধরে উক্ত এলাকায় ড্রেজার চালানোয় ক্ষয়ক্ষতি হচ্ছে বলে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করে। সেই অভিযোগের প্রেক্ষিতে রোববার (২৯ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।