মাভাবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৪ পালিত

টাঙ্গাইল সদর দিবস পরিবেশ শিক্ষা সেমিনার

মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ফার্মেসি বিভাগের আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে।

‘ফার্মাসিস্টরা বিশ্বব্যাপী স্বাস্থ্য চাহিদা পূরণ করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। বেলা ১১টায় ১২তলা একাডেমিক ভবন-৩ এর টপ ফ্লোরে কনফারেন্স রুমে সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক, প্রক্টর প্রফেসর ড. ইমাম হোসেন, টাঙ্গাইলের সিভিল সার্জন ড. মোঃ মিনহাজ উদ্দিন মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান মোগল। উক্ত অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফ আলী। তিনি তার প্রবন্ধে ফার্মাসিস্টদের দুটি দাবির কথা তুলে ধরেন। দাবিগুলো হল- হাসপাতাল ফার্মাসিস্ট নিয়োগ ও একাডেমি-ওষুধ কোম্পানির মাঝে আন্ত:সম্পর্ক স্থাপন। বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন কমিটির আহবায়ক হিসাবে দায়িত্বে ছিলেন ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ হযরত আলী।

আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানগুলোতে ফার্মেসী বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন অনুষদের ডিন ও চেয়ারম্যানবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের উদ্যোগে বিগত ২০০৯ সালে অনুষ্ঠিত ইস্তাম্বুল সম্মেলনে (২৫ সেপ্টেম্বর) বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়। তারপর থেকে প্রতিবছর এই দিনটিকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে পালন করা হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *