মাভাবিপ্রবি প্রো-ভাইস চ্যান্সেলর শিক্ষার্থীদের অনুরোধের পরও পদত্যাগ করলেন

টাঙ্গাইল সদর ফিচার শিক্ষা

মাভাবিপ্রবি প্রতিনিধি: ব্যাক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ আর এম সোলাইমান।

আজ সোমবার, ২৩ সেপ্টেম্বর পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন মাভাবিপ্রবি প্রো-ভাইস চ্যান্সেলর। রাষ্ট্রপতির সচিব, (শিক্ষা মন্ত্রণালয়) বরাবর তিনি পদত্যাগ পত্র লিখেন। তিনি ৮/৪/২১ইং তারিখ হতে ২৩/৮/২৪ইং তারিখ পৰ্যন্ত প্রো-ভাইস চ্যান্সেলর এর দায়িত্ব পালন করেছেন।

গতকাল পদত্যাগের কথা শিক্ষার্থীদের জানানোর পর বাঁধার সম্মুখীন হন। শিক্ষার্থীরা তাকে পদত্যাগ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। শিক্ষার্থীদের তোপের মুখে তিনি গতকাল পদত্যাগ করতে পারেন নি। কিন্তু আজ পদত্যাগ করে ক্যাম্পাস ত্যাগ করেন তিনি। তার পদত্যাগ শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তার এই পদত্যাগ ঘিরে শিক্ষার্থীদের মাঝে সমালোচনার পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই তার এই পদত্যাগকে শিক্ষক মহলের একটি রাজনৈতিক পরিস্থিতির ফলাফল হিসাবে ব্যাখ্যা করলেও কেউ কেউ এটাকে ছাত্র রাজনীতির মারপেঁচ বলে ধারণা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *