ভূঞাপুরের সিরাজকা‌ন্দিতে চু‌রি হওয়া ট্রাক ও রড উদ্ধার

অপরাধ দুর্নীতি ভূঞাপুর

ভূঞাপুর প্রতিনিধি: নারায়ণগঞ্জ থে‌কে চু‌রি হওয়া ট্রাক বোঝাই ২০টন রড ভূঞাপুরে এক গোডাউন থে‌কে উদ্ধার করেছে পু‌লিশ। এর আগে খবর পে‌য়ে চু‌রির রড কেনা ডিলার স্থানীয় আওয়ামী লীগের নেতা আব্দুল ক‌রিম পা‌লি‌য়ে‌ছেন। পরে উদ্ধার হওয়া রড সেই ট্রাকে বোঝাই করে নারায়ণগঞ্জে নিয়ে গেছে পুলিশ।

 

গত বৃহস্প‌তিবার সন্ধ‌্যায় ট্রাক‌ বোঝাই রড বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর সড়ক সংলগ্ন উপ‌জেলার নিকরাইল ইউনিয়‌নের সিরাজকা‌ন্দি বাজা‌রের মেসার্স করিম এন্টারপ্রাইজের গোডাউন থে‌কে উদ্ধার করা হয়। পুলি‌শের উপ‌স্থি‌তি টের পে‌য়ে ডিলার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল ক‌রিম পা‌লি‌য়ে যায়। এছাড়া ট্রাক চালক পালালেও ট্রাকটি জব্দ করা হয়েছে।

জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে নারায়ণগ‌ঞ্জের সোনারগাও এলাকার সালাম স্টীল কনকাস্ট রি-রোলিং মিলস্ (মদনপুর ইউনিট) থেকে ট্রাক ভর্তি ২০ টন রড নিয়ে চালক মোঃ হাসান (২৭) কেরানীগঞ্জের হাসানাবাদ ট্রের্ডাসের উদ্দেশ্য রওনা হয়। এরপর আর ট্রাক ভর্তি রড ও চালককে পাওয়া যায়নি। পরে ওই দিন নারায়নগঞ্জের সোনাগাও থানায় অভিযোগ করেন প্রতিষ্ঠানটি।

সালাম স্টীল মিলস্ এর জেনারেল ম্যানেজার শফিকুল আলম পলাশ বলেন, গত ১৮ সেপ্টেম্বর রাতে মিল থেকে ২০ টন রড নিয়ে একটি ট্রাক বের হয়ে যায়। পরবর্তীতে চালক, ট্রাক ও রডের কোন খবর পাওয়া যায় না। পরে থানায় একটি অভিযোগ করি। পরে ১৯ তারিখে ওই ট্রাকে থাকা একজন হেলপার অফিসে এসে জানায় রডগুলো সিরাজকাদি বাজার এলাকায় একটি দোকানে রাখা হয়েছে। ট্রাকটিও আছে সেখানে। পরে আমরা থানা পুলিশের সহায়তায় সেখানে যাই এবং ট্রাক ও রড উদ্ধার করা হয়। ত‌বে খবর পে‌য়ে ডিলার ক‌রিম পা‌লি‌য়ে যায়।

সোনারগাও থানার এসআই সাদ্দাম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করি। গোপন সংবা‌দে জান‌তে পা‌রি রড ও ট্রাকটির হ‌দিস। পরে চোর চক্রের মূলহোতা মের্সাস করিম এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আব্দ‌ুল করিমের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২০ টন রড জব্দ করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুল করিম পলাতক রয়েছে।

ভূঞাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, নারায়নগঞ্জের সোনারগাও থানায় রড চুরির মামলা হয়েছিল। পরে ভূঞাপুর থানা পুলিশের সহায়তায় চুরি হওয়া রড ও ট্রাক উদ্ধার করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *