টাঙ্গাইলে নার্সিং ও মিডওয়াইফারি পরিষদের কালো পতাকা মিছিল

টাঙ্গাইল সদর সংগঠন স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্দেশে টাঙ্গাইলে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে কালো পতাকা মিছিল কর্মসূচি পালিত হয়েছে।

 

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এসে সমাবেত হয়।

সমাবেশে বক্তারা বলেন, নার্সিং পেশা নিয়ে কটূক্তি ও হেয় প্রতিপন্ন করায় নার্সিং সমাজ বিক্ষুব্ধ হয়। নন নার্সিংদের বাদ দিয়ে অভিজ্ঞ সম্পর্ন নাসিংদের কর্মস্থলে নিতে হবে। তারা আরো বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক ও পরিচালক পদে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে অনভিজ্ঞ লোকদের সরিয়ে উচ্চশিক্ষিত অভিজ্ঞ নার্সিং কর্মকর্তাগনকে পদায়ন করতে হবে।

এসময় অধ্যক্ষ রফিকুল ইসলাম, আসাদুজামান আশিক, নার্স ইনচার্জ -আমিনা আক্তার, সিনিয়র স্টাফ নার্স ফাহিমা, মো. ইমরুল হাসান, ফেরদৌসী, আনিসুল ইসলমসহ অন্যান্য নার্সবৃন্দ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *