দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ার উপজেলার ছিলিমপুর ইউনিয়নের এম. এ করিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। মঙ্গলবার, ২৭ আগস্ট দুপুরে ঘন্টাব্যাপি প্রধান শিক্ষক লিটন চন্দ্র দের পদত্যাগের দাবিতে নিজ স্কুল প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি চেয়ে অভিযোগ করে বলেন, তিনি ২৭ লক্ষ টাকা ঘুষ বাণিজ্য কমিটির মাধ্যমে প্রধান শিক্ষকের নিয়োগ নিয়েছেন। এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মিলাদ মাহফিলের টাকা, পরীক্ষার ফিস, রেজিস্ট্রেশন ফ্রি, মার্কসীট, প্রশংসা পত্র, অবৈধভাবে উপবৃত্তি টাকা, উপবৃত্তির টিউশন ফ্রি, সরকারি অনুদানে বিদ্যালয়ের রং ও চুনকাম না করেই অর্থ আত্মসাৎ এবং বিদ্যালয়ের জমি বিক্রিসহ প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ-এর অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি শিক্ষার্থীদের।
এম. এ করিম বহুমুখী সহকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন বলেন, ছাত্ররা যে দাবিটা করছে সেটা তাদের যৌক্তিক। আমাদের প্রধান শিক্ষকের একটু ভুল-ত্রুটি আছে।
এম. এ করিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র দে মুঠোফোনে বলেন, ছাত্ররা যে অভিযোগ এনেছে তা ভিত্তিহীন। তা সঠিক নয়। বরং একটি কুচক্রীমহল আমার কাছে টাকা দাবি করছে। টাকা না দেয়ায় ছাত্রদের দিয়ে এ বিক্ষোভ করাচ্ছেন তারা, তিনি এ কথা বলেন।