সখীপুরে স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক সংস্কার করেছে স্বাধীন বাংলা ক্লাব

পরিবেশ ফিচার সখিপুর সংগঠন

সখীপুর প্রতিনিধি: সখীপুরে চলাচলের অনুপযোগী হয়ে যাওয়া একটি কাঁচা সড়ক সংস্কার করেছে স্থানীয় স্বাধীন বাংলা ক্লাব। গত ২৩ আগস্ট উপজেলার বড়চওনা থেকে খালিয়ারবাইদ যাওয়ার ওই সড়কটি সংস্কার করা হয়।

 

জানা যায়, শুক্রবার স্বাধীন বাংলা ক্লাবের ৪২ জন সদস্য দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে সড়কটির সংস্কার করেন। স্বাধীন বাংলা ক্লাবের প্রতিষ্ঠাতা প্রধান আমির আল মামুন, ওই ক্লাবের সভাপতি ছমির, সাধারণ সম্পাদক বাইজিত রানা, আতিক ইসলাম, আরিফ, সুমন, সবুজসহ ওই ক্লাব সংশ্লিষ্ট সকলেই সড়ক সংস্কার কাজে যোগ দিয়েছেন।

এ বিষয়ে স্বাধীন বাংলা ক্লাবের প্রতিষ্ঠাতা প্রধান আমির আল মামুন বলেন, আমাদের দেশ কৃষি নির্ভর। আমাদের এই এলাকায় শাক-সবজি, কলা, ধানসহ বিভিন্ন ফসলের চাষ করা হয়। ছোট-বড় অনেক পোল্ট্রি খামারও আছে এ এলাকায়।

বিশেষ করে বর্ষায় বিভিন্ন ফসল নিয়ে কৃষক ও খামারীদের দুঃখ-দুর্দশার সীমা নেই। স্থানীয় জনসাধারণের চলাচল করাও কষ্টকর। বড়চওনা থেকে হাজীগঞ্জ পর্যন্ত পাকা সড়ক রয়েছে। আর মাত্র ৮ শত মিটার পাকা সড়ক হলেই খালিয়ার বাইদ পর্যন্ত পৌঁছানো যায়। এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের দাবি যথাযথ কর্তৃপক্ষ যেন আমাদের সড়কটি পাকাকরণের উদ্যোগ গ্রহণ করে এলাকাবাসীর যাতায়াতের দুঃখ-কষ্ট কমাতে সহায়তা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *