টাঙ্গাইল জেলা খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর ফিচার রাজনীতি সংগঠন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জনগণের ভারতীয় পণ্য বয়কট করার লক্ষে টাঙ্গাইল জেলা খেলাফত মজলিস কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে। ২৩ আগস্ট, শুক্রবার বাদ আছর টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এ কর্মসূচি পালিত হয়।

 

 

সমাবেশে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা খেলাফত মজলিসের সাধারণ মাওলানা মো. শহীদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন- ছাত্র-জনতার বৈষম্য বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের বহু শহীদদের রক্তদানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনে ২য় স্বাধীনতা লাভ করেছি। বর্তমানে রাষ্ট্রে বিরাজমান নাজুক পরিস্থিতিতে খুন-গুমের হোতা ক্ষমতাচুত্য শেখ হাসিনা ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। তিনি আরো বলেন, ক্ষমতাচুত্য খুনি হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিলে বাংলাদেশের জনগণ ভারতীয় সকল পণ্য বয়কট করবে।

সমাবেশে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক আলহাজ মাওলানা মো. আনছার আলী, ইঞ্জিনিয়ার ইমরান আসাদ প্রমুখ। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, বন্যা কবলিত মানুষের পাশে থাকবো এবং দেশ বিরোধী যড়যন্ত্র প্রতিহত করবো ও প্রশাসনের সকল কাজে সার্বিক সহযোগিতা করবে টাঙ্গাইল জেলা খেলাফত মজলিস।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শ্রমিক মজলিস জেলা সভাপতি- মো. আব্দুল মান্নান শেখ, সহ-সভাপতি- মীর শহিদুল ইসলাম, ইসলামী যুব মজলিসের সদস্য সচিব- মাওলানা নাজমুল হক, মুফতি মুনছুরুল হক, মুফতি এনামুল হক, ইসলামী ছাত্র মজলিসের সভাপতি মো. বোরহান উদ্দিন, ছাত্রনেতা নাহিদ মেজবাহ, শ্রমিক নেতা মো. লুৎফর রহমান জামিন, মো. ছবুর, মো, জামান ও মো. আব্দুল জলিল প্রমুখ নেতৃবৃন্দ।

শেষে ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের জন্য দোয়া মাগফিরাত কামনা ও বন্যা কবলিত মানুষের নিরাপত্তার জন্য মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. নূর হোসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *