কালিহাতীতে মাদ্রাসার ভূমি জবরদখল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কালিহাতী দুর্নীতি ফিচার শিক্ষা

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলার এলেঙ্গার হিন্নাইপাড়া-ফটিকজানী নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী মাদ্রাসার ভূমি জবরদখল ও মামলামুক্ত দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শুক্রবার, ২৩ আগস্ট সকালে মাদ্রাসা প্রাঙ্গণে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এলেঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল কাশেম, হিন্নাইপাড়া-ফটিকজানী নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আমির হোসেন, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, দাতা সদস্য মো. আব্দুর রশিদ, অভিভাবক মো. লুৎফর রহমান, মো. নায়েব আলী, মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মো. হানিফ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে হিন্নাইপাড়া-ফটিকজানী নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসা (পূর্ব নাম হিন্নাইপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা) হিন্নাইপাড়া মৌজার ৩৯৬ খতিয়ানের ৪৫৬ নম্বর দাগের ২৫ শতাংশ জমি স্থানীয় মৃত আব্দুস সালামের ছেলে মো. আবু হানিফ মিয়া জোর করে নিজ দখলে রেখেছে। মাদ্রাসার জমি ছেড়ে দিতে বললে তিনি নানারকম তালবাহানা করেন। এ নিয়ে এলাকায় একাধিকবার গ্রাম্য সালিশও হলেও এর কোন সুরাহা হয়নি।

স্থানীয় মুরব্বীরা মাদ্রাসার পক্ষে সালিশের রায় ঘোষণা করলে তাৎক্ষণিকভাবে তিনি সালিশের সিদ্ধান্ত মেনে নেন। কিন্তু জবরদখলকৃত জমি মাদ্রাসাকে বুঝিয়ে না দিয়ে আদালতে একটি মিথ্যা মামলা করে আটকে রেখেছেন।

বক্তারা অবিলম্বে মাদ্রাসার জমি জবরদখলমুক্ত করে আদালতে দায়েরকৃত মামলাটি প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।

মাদ্রাসার ভূমি জবরখবর করে রাখা প্রসঙ্গে মো. আবু হানিফ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি উক্ত ভূমি তার পৈত্রিক সম্পত্তি বলে দাবী করেন এবং বলেন তার প্রয়াত দাদার আমল থেকে দখলে থাকা ভূমির মালিকানা মাদ্রাসা কর্তৃপক্ষ দাবী করে যে মামলা করেছেন তা সঠিক নয়।

হিন্নাইপাড়া-ফটিকজানী মাদ্রাসা প্রাঙ্গণে শুক্রবার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় পাঁচ শতাধিক এলাকাবাসী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *