ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে টাঙ্গাইলে ন্যাপ ভাসানীর মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর দুর্নীতি পরিবেশ ফিচার সংগঠন

মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের সন্তোষে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী)-এর আয়োজনে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

শুক্রবার, ২৩ আগষ্ট সকাল ৯ টা ৩০ মিনিটে সন্তোষ মওলানা ভাসানীর বাড়ি থেকে ন্যাপ ভাসানীর সভাপতি হাসরত খান ভাসানী ও ভাসানী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আজাদ খান ভাসানীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি সন্তোষ বাজার প্রদক্ষিণ করে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভারত বাংলাদেশকে কখনও বন্ধু রাষ্ট্র মনে করেনি, তারা বাংলাদেশের একটি বিশেষ দলকে ক্ষমতায় বসিয়ে তাদের দিয়ে এই বাংলাদেশকে শোষণ করতে চেয়েছে। এই বাংলাদেশকে আরেকটি সিকিম করতে চেয়েছে। বাংলাদেশের ছাত্র-জনতা সেই চক্রান্ত রুখে দিয়েছে। বক্তারা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ভারতের পানি আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ন্যাপ ভাসানীর নেতা-কর্মীবৃন্দ ও মওলানা ভাসানীর ভক্ত-মুরিদানগণ অংশগ্রহণ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *