টাঙ্গাইলে লৌহজং নদী দখল ও দূষণ রোধে করণীয় শীর্ষক দলীয় আলোচনা অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর পরিবেশ ফিচার মিডিয়া সেমিনার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের উপর দিয়ে বয়ে চলা লৌহজং নদী দখল ও দূষণরোধে করণীয় শীর্ষক দলীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ২১ আগস্ট সকাল ১১টায় টাঙ্গাইলের ফুড গার্ডেন হোটেল ও পার্টি প্যালেসে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

 

বিশিষ্ট সমাজকর্মী খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত দলীয় আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আনোয়ার হোসেন, সমাজকর্মী মীর জালাল আহমেদ উজ্জ্বল, আরপিডিও-এর নির্বাহী পরিচালক রওশন আরা লিলি।

উম্মুক্ত আলোচনায় অংশ নেন সমাজকর্মী মোঃ শরিফুজ্জামান খান মহব্বত, সিডা-এর নির্বাহী পরিচালক মোঃ শামছুল হক মহসীন, সৈয়দ আব্দুর রহমান, সময়তরঙ্গ পত্রিকার সম্পাদক হেমায়েত হোসেন হিমু, আজকের পত্রিকার প্রতিনিধি আনোয়ার সাদাৎ ইমরান, সাংবাদিক রাশেদ খান মেনন রাসেল প্রমুখ।

এতে স্বাগত বক্তব্য ও আলোচনায় অংশ নেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ। এ সময় বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্য, এনজিও প্রতিনিধি ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা লৌহজং নদী দখল ও দূষণরোধে আলোচনা ও বিভিন্ন সুপারিশমালা পেশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *