সখীপুর প্রতিনিধি: সখীপুর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি শিক্ষা ৩০তম (বিসিএস) ব্যাচের এ, এম, জহিরুল হায়াত।
গত ২০ আগষ্ট, সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি প্রশাসক হিসেবে তিনি দায়িত্ব নেন। সখীপুর পৌরসভায় নতুনভাবে দায়িত্ব পেয়ে এ, এম, জহিরুল হায়াত বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৌরসভার বেদখল সম্পদ উদ্ধার করা হবে। পৌরবাসীর ট্যাক্সের টাকায় পৌর এলাকার উন্নয়ন হয়।
পৌরবাসীকে সঙ্গে নিয়ে দূর্ভোগ লাঘবে কাজ করা হবে। সকল কর্মকর্তা-কর্মচারীকে যথাসময়ে অফিস করতে হবে। কেউ ফাঁকি দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, পৌরসভার সচিব কামরুল ইসলাম, সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০ আগষ্ট অন্তর্বর্তী সরকার দেশের ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যান, ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ৩২৩ পৌর মেয়রকে অপসারণ করা হলে, সখীপুর সভায় নবনিযুক্ত প্রশাসককে নিয়োগ দেওয়া হয়।