টাঙ্গাইল আদালতের প্রধান আইন কর্মকর্তার পদত্যাগ পেশ

আইন আদালত টাঙ্গাইল সদর ফিচার সংগঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জজ আদালতের সরকারি আইন কর্মকর্তা (জিপি) অ্যাডভোকেট মো. আজিজুর রহমান পদত্যাগ করেছেন। ২০ আগস্ট, মঙ্গলবার তিনি জেলা প্রশাসকের আইটি শাখায় তার পদত্যাগপত্র জমা দেন। এছাড়া, আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস আকবর খানও পদত্যাগের প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।

 

এ বিষয়ে জানতে চাইলে এডভোকেট মো. আজিজুর রহমান বলেন, ‘অনিবার্য কারণে আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। মঙ্গলবার পদত্যাগপত্র লিখে জেলা প্রশাসকের আইটি শাখায় পাঠিয়ে দিয়েছি। এখন জেলা প্রশাসক পদত্যাগপত্রটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবেন।’

এর আগে সকালে বিএনপি সমর্থিত আইনজীবীরা টাঙ্গাইল জজ কোর্ট প্রাঙ্গণে সরকারি আইন কর্মকর্তার পদত্যাগের দাবিতে মিছিল বের করে। মিছিলটি আদালত চত্বর ঘুরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে আইনজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ থেকে জজ কোর্টের সকল সরকারি আইন কর্মকর্তাকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *