নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী খন্দকার তালহাকে অস্ট্রেলিয়া প্রবাসীর পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি তালহার মায়ের হাতে তুলে দেওয়া হয় ৫০ হাজার টাকা।
জানা যায়, ৫ আগস্টে ভাই বোন মিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন টাঙ্গাইল পৌরসভার বেড়াবুচনা সবুজবাগ এলাকায় খন্দকার আশরাফ আলীর ছেলে খন্দকার তালহা। তিনি শহরের দারুল উলুম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। তারা এক ভাই এক বোন। শহরের কলেজ পাড়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় একপর্যায়ে পুলিশ টিয়ারসেল ছুড়ে মারে তখন পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এরই এক পর্যায়ে তালহা ভয়ে দৌড়ে আশ্রয় নেয় পাশের একটি ৪তলা বিল্ডিয়ের ছাদে। পিছু নেয় পুলিশ। পুলিশ ছাদে উঠে তালহার বুকে বন্দুক ঠেকালে ধস্তাধস্তির এক পর্যায়ে পায়ে গুলিবিদ্ধ হয় তালহা । তাৎক্ষণিক গুলিবিদ্ধ অবস্থায় পালানোর চেষ্টা করলে সহপাঠীদের সহায়তায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
গুলিবিদ্ধ তালহার মা কহিনুর বলেন, দৈনিক কালবেলা পত্রিকায় টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না গুলিবিদ্ধ তালহার শিরোনামে সংবাদটি প্রচারিত হওয়ায় আস্ট্রেলিয়া প্রবাসী মো. এনামুল আমার ছেলের জন্য ৫০ হাজার টাকা পাঠিয়েছে। এটি আমার কাছে কত যে আনন্দ বলতে পারছি না। এই দুর্দিনে আমার পাশে এসে দাড়িয়েছে এই প্রবাসী ভাইটি।
তিনি আরো বলেন, তিনি আমাদেরকে দেখেনি, আমরাও তাকে দেখিনি। আমার জীবনের শেষ একটি ইচ্ছা-কালবেলার পত্রিকার মাধ্যমে পূরণ করার জন্য দাবি জানাই। সে দাবিটি হল আমার সন্তানকে যিনি চিকিৎসার জন্য টাকা পাঠালেন- তাকে আমার একটিবার দেখতে ইচ্ছা করছে। তিনি যদি কোন সময় দেশে আসেন আমাকে এবং আমার ছেলেকে দেখে যাবেন। এই আমার আবদার তার প্রতি রইলো।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সাদিকুর রহমান বলেন, তালহার চিকিৎসা বাবদ কোন খরচ হবে না। শুধু তালহা নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যতগুলো আহত আছে, তাদের প্রত্যেককেই বিনাখরচে চিকিৎসা করা হবে। এছাড়াও তালহার ব্যাপারে ডাক্তার সব সময়ই দেখ ভাল করছে। তালহা সম্পূর্ণভাবে ভাল হয়ে যাবে। কোন অসুবিধা হবে না।
তালহার মায়ের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন অস্টোলিয়া প্রবাসী মো. এনামুলের পক্ষে দৈনিক কালবেলার টাঙ্গাইল জেলা প্রতিনিধি মো. আবু জুবায়ের উজ্জল। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবাল, জেনারেল হাসপতালের তত্ত্বাবধায়ক ডা. সাদেকুর রহমান, আবাসিক মেডিক্যাল অফিসার মো. আলমগীর হোসেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিব আল হাসান রাব্বি, মিথিলা ফারজানা, সাংবাদিক মৃনাল কান্তি ও কামরুল হাসান প্রমুখ।