গুলিবৃদ্ধ আহত ধনবাড়ীর শিক্ষার্থী সুজনের পাশে থাকার আশ্বাস উপজেলা প্রশাসনের

ধনবাড়ী রাজনীতি সংগঠন স্বাস্থ্য

হাফিজুর রহমান, ধনবাড়ী প্রতিনিধি: কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত ঢাকার তেজগাঁও কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীর চিকিৎসায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন ধনবাড়ী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

শুক্রবার, ১৬ আগষ্ট দুপুরে আহত মোঃ সুজন মিয়াকে ধনবাড়ীর এস এম মেমোরিয়াল হাসপাতালে দেখতে যান উপজেলা নির্বাহী আফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এসএমএ ছোবহান, সাধারণ সম্পাদক ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন, বীরতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান বাদশা, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহেদুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান আহত শিক্ষার্থী ও তার পরিবারের সাথে কথা বলে চিকিৎসায় পাশে থাকার আশ্বাস দেন।

উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত শিক্ষার্থী সুজনকে যদি দেশের বাইরেও নিয়ে চিকিৎসা করাতে হয়, তাহলে বিএনপির পক্ষ থেকে মধুপুর ধনবাড়ীর বিএনপির নমনী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

উল্লেখ্য, গত ২০ জুলাই ঢাকার গাজীপুরে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন ঢাকার তেজগাঁও কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের ইসপিঞ্জারপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *