টাঙ্গাইলে শেখ হাসিনার বিচার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালিত

টাঙ্গাইল সদর ফিচার রাজনীতি শিক্ষা সংগঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আন্দোলনকারী শিক্ষার্থী ও জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে টাঙ্গাইলে অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল করেছেন।

 

বৃহস্পতিবার, ১৫ আগস্ট দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল নুর তুষার, মো. আল আমিন, ফাতেমা রহমান বীথি, ইফফাত রাইসা নূহা, মনিরুল ইসলাম প্রমুখ।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা গত ৫ আগস্ট সন্ধ্যায় পুলিশের গুলিতে টাঙ্গাইলে নিহত স্কুলছাত্র মারুফ মিয়ার মৃত্যু সনদের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে যান। পরে সেখান থেকে মৃত্যু সনদপত্র নিয়ে নিহত মারুফের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *