টাঙ্গাইল পৌরসভা পরিচালনা কমিটির আহ্বায়ক হলেন মেহেদী হাসান আলিম

আইন আদালত টাঙ্গাইল সদর ফিচার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌরসভার চলমান অচলাবস্থা ও সংকট কাটানোর লক্ষ্যে ৯ সদস্যের আহ্বায়ক পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে কাউন্সিলর মেহেদী হাসান আলিমকে।

 

 

মঙ্গলবার, ১৩ আগস্ট দুপুরে নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ করেন তিনি। মেহেদী হাসান আলিম টাঙ্গাইল পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।

পৌর পরিচালনা কমিটির সদস্য সচিব হলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন। অন্যান্য সদস্যরা হলেন- নির্বাহী প্রকৌশল মো. মিজানুর রহমান, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন বাদশা, মো. রুবেল মিয়া, খালেদা আক্তার স্বপ্না, রকি হায়দার, আবুল কালাম আজাদ ও সেলিনা আক্তার। এর আগে ১০ আগস্ট টাঙ্গাইল পৌর পরিষদের সর্বসম্মতিক্রমে ৯ সদস্যের ওই আহ্বায়ক পরিচালনা কমিটি গঠন করা হয়।

টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান বলেন, পৌরসভার অচলাবস্থা কাটিয়ে তোলার জন্য সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির মাধ্যমে সব কার্যক্রম পরিচালিত হবে।

নবগঠিত পরিচালনা কমিটির আহ্বায়ক মেহেদী হাসান আলিম জানান, নাগরিক সেবা সচল ও ভঙ্গুর পৌরসভার ভবন পুনঃনির্মাণে কমিটি আজ থেকেই কাজ শুরু করেছে। তিনি এজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, টাঙ্গাইল পৌরসভা ভবন বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে একাধিকবার হামলার শিকার হয়। এছাড়া ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় পৌরসভার মেয়র এস. এম সিরাজুল হক আলমগীরসহ অন্যরা পালিয়ে যান। এতে বন্ধ হয়ে যায় টাঙ্গাইল পৌরসভার সকল কার্যক্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *