টাঙ্গাইলে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর পরিবেশ সংগঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সনাতন ধর্মাবলম্বীদের ‘সনাতনী জাগ্রত জনতা’র ব্যানারে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়ীতে অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা ও মন্দির ভাঙচুরের প্রতিবাদসহ তাদের ৯ দফা বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

রবিবার, ১১ আগস্ট বিকালে শহরের বড় কালীবাড়ি রোড থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সনাতনীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে সনাতনীরা দেশের বিভিন্ন স্থানে হামলা ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে মিছিলে ‘তুমি কে আমি কে- বাঙালি বাঙালি, আমার মাটি আমার মা, বাংলা ছেড়ে যাব না, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’, “জাগোরে জাগো, হিন্দু জাগো” ইত্যাদি স্লোগান দেয়।

সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর-দোকানপাট ও মন্দিরে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান। বক্তারা দেশব্যাপী হত্যা ও নারী নির্যাতনসহ সকল অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ৯ দফা বাস্তবায়নের দাবী জানান।

সমাবেশে টাঙ্গাইল জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেশ পাল, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝণ্টু, জেলা হিন্দু মহাজোটের সভাপতি বিপ্লব দত্ত পল্টন, সাংগঠনিক সম্পাদক চন্দন সূত্রধর প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে, জেলার বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ স্থান থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে সনাতন ধর্মাবলম্বীরা জেলা শহরের শ্রীশ্রী কালীবাড়ি রোড প্রাঙ্গণে এসে সমবেত হয়। পরে এদিন বিকাল ৫টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সনাতনীরা শহরের পুরাতন বাসস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড, বটতলা, কাজী নজরুল সরণি হয়ে শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমাবেশে মিলিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *