নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। চলতি মাসে ছাত্র-জনতার হাত ধরে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে। সেই স্বাধীনতাকে টাঙ্গাইলের মানুষদের সাথে নিয়ে রক্ষা করতে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ।
রবিবার, ১১ আগস্ট দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এসব কথা বলেন।
এতে বক্তব্য রাখেন- জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কামরুল ইসলাম, ইমরান কবির ও শাহাদত হোসেন সিয়াম। এ সময় মির্জা স্মরণ, ওবায়েদউল্লাহ ভূঁইয়া আলিফ ও সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ইতোমধ্যে টাঙ্গাইলবাসীর দাবির পরিপ্রেক্ষিতে নাগরপুর সড়কের এলাসিন সেতুর টোল উন্মুক্ত করা হয়েছে। টাঙ্গাইলে সিএনজি মালিক সমিতির নেতা-কর্মীদের সাথে সমন্বয় করে অটোরিকসা ভাড়া কমানো হয়েছে। এছাড়াও ছাত্র সমন্বয়করা টাঙ্গাইলের বাজার কমিটির নেতাদের সঙ্গে বসে সভা করে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখারও আশ্বাস দেন।