ঘাটাইলের জিওসি মির্জাপুরে পুঁড়িয়ে দেয়া গোড়াই হাইওয়ে থানা পরিদর্শন করলেন

আইন আদালত দুর্ঘটনা পরিবেশ মির্জাপুর

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলার পুঁড়িয়ে দেয়া গোড়াই হাইওয়ে থানা ও মির্জাপুর থানা পরিদর্শন করলেন ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল হোসাইন মোহাম্মদ মাসীহুর রহমান।

শুক্রবার বিকেল প্রায় ৫টার দিকে তিনি গোড়াই হাইওয়ে থানা পরিদর্শন করেন। তারপর তিনি সেখান থেকে এসে মির্জাপুর থানা পরিদর্শন করেন ও কর্মবিরতিতে থাকা সকল পুলিশকে দেশ ও জনগণের স্বার্থে কাজে ফেরার আহ্বান জানান।

 

 

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ৯৮ কম্পোজিট ব্রিগেডিয়ার কমাণ্ডার মো. শফিউল আজম, ২৯ ইস্ট বেঙ্গল অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. আরিফুর রহমান, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার গোলাম সবুর, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মনসুর মূসা, মির্জাপুর থানার ওসি (অতিরিক্ত) সালাউদ্দিন আহমেদ, গোড়াই হাইওয়ে থানার ওসি আদিল মাহমুদ, দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গিয়াস উদ্দিন প্রমুখ।

এদিকে, মির্জাপুর থানা পরিদর্শন শেষে থানা চত্বরে জিওসি মাসীহুর রহমান মির্জাপুরের বিভিন্ন রাজনৈতিক দল ও সুধীজনদের সাথে সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ভিপি আবু আহমেদ, সদস্য সচিব আবুল কাশেম, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ, জেলা জামায়াত ইসলামের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ তালুকদার প্রমুখ।

উল্লেখ্য, গত ৪ আগস্ট রোববার বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে পুরো গোড়াই এলাকার বিভিন্ন মিল-কারখানায় হামলা চালায় বিক্ষুব্ধ শ্রমিক। এরই ধারাবাহিকতায় গোড়াই হাইওয়ে থানায় হামলা-ভাংচুর এবং পরবর্তীতে লুটপাট ও থানা আগুন দিয়ে পুঁড়িয়ে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *