মো. জাহিদ হোসেন, মাভাবিপ্রবি প্রতিনিধি: সারাদেশে চলমান সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসাবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী হলের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন।
রবিবার, ৪ আগস্ট শিক্ষার্থীদের দেওয়া ১২ ঘন্টার আল্টিমেটাম শেষ হলে দুপুর ১২ টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। শিক্ষার্থীরা কিছুক্ষণ প্রক্টর অফিসের সামনে অবস্থান নিয়ে ১২.৩০ মিনিটে শেখ রাসেল হলের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন।
পরবর্তীতে দুপুর ২ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ২টি বাস করে এক দফা দাবি নিয়ে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালনের লক্ষ্যে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থানরত শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে যোগদান করেন।
শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল পালন করে বিকাল ৫ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দেন শিক্ষার্থীরা।