মো. জাহিদ হোসেন, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় ১৭ দিন পর প্রধান ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছে। প্রবেশের পর হল খুলে দেওয়ার জন্য ১২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে তারা।
৩ আগস্ট, শনিবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিতে থাকে মাভাবিপ্রবি শিক্ষার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে। আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে শিক্ষার্থীদের সাথে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষকও।
বিকাল ৪ ঘটিকায় দিকে প্রধান ফটকের তালা ভেঙে শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে প্রক্টর বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে হল খুলে দেওয়ার জন্য ১২ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। এরপর সেখানে ১ঘন্টা অবস্থান করে বিকাল ৫ ঘটিকায় শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করেন।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানান, হল খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে রিজেন্ট বোর্ডের মিটিং শেষে।