টাঙ্গাইলে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের মারধরের অভিযোগ

অপরাধ টাঙ্গাইল সদর রাজনীতি শিক্ষা সংগঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দেয়ালিকা লিখন এবং সড়কের উপর বিভিন্ন স্লোগান লিখে কর্মসূচি পালন করেছে। এ সময় কয়েকজন বহিরাগতরা শিক্ষার্থীদের মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।

 

 

বৃহস্পতিবার, ১ আগস্ট সকালে শহরের বিভিন্ন সড়কের পাশে দেয়ালে অঙ্কন করে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীদের একটি অংশ। পরে দুপুরের দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ভেতরে সড়কে তারা বিভিন্ন স্লোগান লিখেন।

শিক্ষার্থীরা বলেন, আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে আমরা বিভিন্ন জায়গায় দেয়াল লিখন, চিত্রাঙ্কন এবং সঙ্গীত পরিবেশন করছি। যারা যার অবস্থান থেকে শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করছে।

এদিকে শিক্ষার্থীদের এসব কর্মসূচির সময় কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হলেও পরবর্তীতে পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। অপরদিকে জেনারেল হাসপাতালের ভেতরে কর্মসূচি পালন করে ফেরার সময় কয়েকজন বহিরাগত শিক্ষার্থীদের মারধর করে।

অপরদিকে, শিক্ষার্থীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে টাঙ্গাইল শহরে বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্য বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *