মো. জাহিদ হোসেন, মাভাবিপ্রবি প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোনো নিরপরাধ শিক্ষার্থী গ্রেফতার বা হয়রানির শিকার হলে তাকে সার্বিক সহযোগিতার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের আদেশক্রমে, প্রক্টর অফিসের এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
উক্ত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীরা এই ধরণের পরিস্থিতির শিকার হলে, সহকারী প্রক্টর জনাব শাকিল মাহমুদ শাওন (০১৭১২-৭৯৩৪৫৬) এবং সহকারী প্রক্টর জনাব মেরিনা খাতুন (০১৭২৫-১১১১৭০) এর সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।
পাশাপাশি মাভাবিপ্রবিতে অধ্যয়নরত কোনো নিরপরাধ শিক্ষার্থীকে যেন অহেতুক গ্রেফতার বা হয়রানি না করা হয়, সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদাত্ত আহ্বান জানানো হয়।