টাঙ্গাইলে শিক্ষার্থীদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন

টাঙ্গাইল সদর ফিচার রাজনীতি শিক্ষা সংগঠন

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে টাঙ্গাইলে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার (৩১ জুলাই) সকাল ১১ টায় টাঙ্গাইল শহরের ডিস্ট্রিক হেলিপ্যাড এলাকায় এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তারা।

 

 

 

এ সময় তারা পুলিশি বেষ্টনীর মধ্যে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে কোর্ট এরিয়া এবং শহরের বিভিন্ন রাস্তায় মিছিল করেন। এ কর্মসূচিতে শহরের সরকারি কুমুদিনী কলেজ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর কাছে দাবি জানিয়ে স্মারকলিপি দেন। শেষে শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে অবস্থান নিলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করতে থাকে।

কর্মসূচিতে অংশ নেয় শহরের সরকারি কুমুদিনী কলেজ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের ভাই যারা নিহত ও আহত হয়েছে তাদের ওপর হামলাকারী পুলিশ এবং অন্যান্যদের সাজা দিতে হবে। আমাদের ভাইদের যারা আটক করে রেখেছে তাদের ছেড়ে দিতে হবে। সেই সঙ্গে আমাদের যে ৯ দফা দাবি তা মেনে নিতে হবে। যে পর্যন্ত সরকার আমাদের এই ৯ দফা দাবি মেনে না নিবে আমরা রাজপথ ছাড়বো না।

অপরদিকে, শহরের নিরালা মোড়ে সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *