টাঙ্গাইলে সেতু’র শিক্ষাবৃত্তি পেলো ১৮জন অতি দরিদ্র শিক্ষার্থী

টাঙ্গাইল সদর ফিচার শিক্ষা সংগঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি সেতু’র শিক্ষাবৃত্তি পেলো ১৮জন অতি দরিদ্র শিক্ষার্থী। সেতু সংস্থার উদ্দ্যেগে মঙ্গলবার সেতু’র প্রধান কার্যালয় সেতু টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে বুনিয়াদ কার্যক্রমের আওতায় সংগঠিত অতিদরিদ্র পরিবারের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

 

 

সেতু’র কার্যকরী পরিষদ ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বেলা’র আঞ্চলিক সমন্বয়কারী মীর জালাল আহমেদ উজ্জল, ব্লাস্ট টাঙ্গাইল-এর সমন্বয়কারী খন্দকার আমিনা রহমান, সেতু’র উপপরিচালক (প্রশাসন) বিমল চক্রবর্তীসহ সংস্থার সহকারী পরিচালক ও অন্যান্য কর্মকর্তা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংস্থার কর্মকর্তা পঙ্কজ সরকার পিনু।

অনুষ্ঠানে ১৮ জন অতি দরিদ্র শিক্ষার্থীর প্রত্যেককে ১২ হাজার টাকা সমমূল্যের চেক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *