ঘাটাইলে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে মামলা না তোলায় সন্ত্রাসী হামলা

অপরাধ ঘাটাইল দুর্ঘটনা

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর লিঙ্গ কাটার অভিযোগে মামলা দায়ের করেছেন ভ্যানচালক কামাল খান। শনিবার, ১৫ জুন সকাল ১১টায় উপজেলার মিলকুড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে।

 

 

সোমবার, ১৫ জুলাই বিকালে ২৫-৩০ জনের একটি দল মামলাটি তুলে নিতে কামালের বাড়িতে সন্ত্রাসী হামলা চালালে তিনজন মারাত্মকভাবে আহত হন। প্রাণভয়ে বাড়ি ছাড়তে বাধ্য হন ভুক্তভোগীর মা ঝমেলা ও দুই ভাই কামরুল ও জয়নাল।

মামলার বিবরণ এবং তথ্য অনুসন্ধানে জানা যায়, লিঙ্গ কর্তনের ঘটনার পর সাংবাদিক সম্মেলনে এ ঘটনা জানানো হলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

কামাল খান জানান, গত ৯ জুন রাতে স্ত্রীর দেওয়া এক গ্লাস পানি খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ লিঙ্গ কাটার সময় চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং স্ত্রী তাসলিমাকে ব্লেড হাতে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে কামালকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি মীমাংসা করার জন্য অসাধু মাতাব্বররা প্রতিদিন চাপ দেয়। রাজি না হওয়ায় তারা আমাদের বাড়ীতে হামলা চালিয়ে আমাদের মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে।

পরিবারের সূত্রে জানা যায়, স্ত্রী তাসলিমা পরকীয়ায় লিপ্ত ছিলেন। কামালের বোন জামাই রোস্তম জানান, তিনি বহুবার মেয়ের মা-বাবাকে বিষয়টি জানালেও তারা কোনো সাড়া দেয়নি। বরং মেয়ের চাচা ও চাচী হুমকি দিয়ে বলেন, ‘আমাদের মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমাদের গলা কেটে ফেলব।’

কামালের বোন মনোয়ারা বলেন, আমি মেয়েটিকে বাড়ি থেকে নিয়ে যেতে বলি, কিন্তু মেয়ের পরিবার জোরপূর্বক আমাদের বাড়িতে রেখে যায়। আমরা দেশবাসীর কাছে সুষ্ঠু বিচার চাই।

বড় ভাই জয়নাল জানান, মামলা তুলে নেওয়ার জন্য আমাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। কিন্তু মামলা তুলে না নেওয়ায় পরিকল্পিতভাবে ২৫-৩০ জন লাঠি-সোটা নিয়ে হামলা চালায়।

স্থানীয়রা জানান, আহতদের কালিহাতী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মা ঝমেলা ও ভাই কামালের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি অবগত নই। এ ব্যাপারে কেউ কোন অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *