ভূঞাপুরে স্বাস্থ্য-সুরক্ষায় ১০ হাজার উপকারভোগীর নিবন্ধন কার্যক্রম উদ্বোধন

অর্থনীতি ফিচার ভূঞাপুর

ভূঞাপুর প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অর্থনীতি ইউনিটের আওতায় স্বাস্থ্য-সুরক্ষা কর্মসূচি (এসএসকে) এর আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে ১০ হাজার উপকারভোগী নিবন্ধন কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে।

 

 

শনিবার, ১৩ জুলাই দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা পরিষদ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিবন্ধন কার্যক্রম উদ্ধোধন করেন প্রধান অতিথি টাঙ্গাইল-২ (ভূঞাপুর- গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদের সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফহিমা বিনতে আখতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ড. মোহাম্মদ আব্দুস সোবহান, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ্, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আফরিন খানম লোপা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *