টাঙ্গাইলে বন্যায় বানভাসিরা অসহায়: শিক্ষার্থীরা চরম বিপাকে!

কৃষি গোপালপুর দুর্ঘটনা নাগরপুর ভূঞাপুর শিক্ষা

ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলে যমুনা নদীতে ৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেলেও কয়েকটি উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় নিম্নাঞ্চলের বেশকিছু গ্রামাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এতে নতুন নতুন এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

 

 

এ ছাড়া বন্যার পানিতে ফসলি জমি তলিয়ে যাওয়ায় ভূঞাপুর, গোপালপুর, কালিহাতি, টাঙ্গাইল সদর ও নাগরপুর উপজেলায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ না থাকায় চরম বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। পানি ভেঙে শিক্ষার্থীদের যেতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে।

সরেজমিনে ভূঞাপুর উপজেলার গাবসারা, অর্জূনা, নিকরাইল ও গোবিন্দাসী ইউনিয়নের কয়েকটি গ্রামে দেখা গেছে, বন্যায় ঘরবাড়িতে পানি উঠেছে। এতে রাস্তাঘাটও তলিয়ে গেছে। পানি স্রোতে কয়েড়া এলাকায় একটি পাকা সড়ক ভেঙে গেছে। এতে কয়েকটি গ্রামের সঙ্গে যোগাযোগব্যবস্থা বন্ধ রয়েছে। তলিয়ে গেছে কয়েকশ একর ফসলি জমি। এ ছাড়া যমুনা নদীর পাড় উপচে পানি নিম্নাঞ্চলে আসার কারণে উপজেলার কষ্টাপাড়া, খানুরবাড়ি, ভালকুটিয়া, স্থলকাশি, গাবসারা ইউনিয়নের চর গাবসারা ও পুংলিপাড়া এবং নিকরাইল ইউনিয়নের মাটিকাটা, পাটিতাপাড়া ও বাহাদুর টুকনাসহ বেশ কয়েকটি এলাকার মানুষজন কয়েকদিন থেকে পানিবন্দি হয়ে রয়েছে। শুধু তাই নয় নদীর পানি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও উঠেছে। এতে সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস কার্যক্রম ব্যাহত হচ্ছে। সারা দেশে মাধ্যমিক পর্যায়ে ষাণ্মাসিক মূল্যায়ন পরীক্ষা শুরু হওয়ায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে তলিয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানেই পরীক্ষা দিতে আসছে। এছাড়া টাঙ্গাইল সদর, গোপালপুর, নাগরপুর ও কালিহাতীর বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।

জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে টাঙ্গাইলে যমুনা নদীসহ সব নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরসঙ্গে বৃষ্টি ও নদীতে স্রোতের কারণে পাড় ভেঙে যাচ্ছে। এতে বসতভিটা নদী গর্ভে চলে যাওয়ায় নিঃস্ব হচ্ছে নদীপাড়ের লোকজন। কয়েক দিন ধরে বন্যায় আক্রান্ত হলেও এখনো কোনো ত্রাণ সহায়তা পায়নি বানভাসিরা। বিশেষ করে চরাঞ্চলের মানুষজন উঁচু জায়গায় আশ্রয় নিলেও সংকট দেওয়া দিয়েছে সুপেয় পানির। এ ছাড়া গবাদিপশু লালন-পালন নিয়ে বিপাকে রয়েছেন তারা। এদিকে, পানি কমতে শুরু না করায় হতাশা বাড়ছে বানভাসিদের।

ভূঞাপুর উপজেলার পাটিতাপাড়ার আবু সুফিয়ান বলেন, যমুনা নদীটি বাড়ি থেকে প্রায় দেড় থেকে দুই মাইল দূরে ছিল। গত কয়েক বছর ধরে যমুনার ভাঙনে ফসলের জমি নদীতে বিলীন হয়ে গেছে। থাকার জায়গাটুকুও ভেঙে যাচ্ছে। অনেকেই উঁচু বাঁধের ওপর আশ্রয় নিয়েছে।

পাশ্ববর্তী খানুরবাড়ি গ্রামের আব্দুল মজিদ বলেন, ‘অন্যের জায়গায় থাকি আর অন্যের জমিতে সবজি আবাদ করে সংসার চালাই। আন্নেরাই দেহুন কীভাবে সব চাল কুমড়া আর শশার খেত তলায় গেছে। এহন আমরা যামু কুনু খামু কি?’

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, সহায়তার জন্য উপজেলার আড়াই হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা পাঠিয়েছি। গত রবিবার বিকেল থেকে ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সার্বিক পরিস্থিতি নজরদারি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *