নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বিপিএম এর অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইল প্রেসক্লাব। শনিবার (৬ জুলাই) রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের কনভেনশন সেন্টারে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এস আকবর খান, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, প্রেসক্লাবে সাবেক সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবদুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখারুল অনুপম, ডেইলি স্টারের টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিল প্রমুখ।
টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা। এছাড়া, উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ২০২১ সালের ৩০ অক্টোবর টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। ৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বিপিএমকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি করেন। গত ২৪ জুন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বিপিএমকে এসবি প্রধানের কার্যালয়ে পদায়ন করা হয়।