টাঙ্গাইলে নিখোঁজ হওয়ার ৪ দিন পর মিলল প্রবাসীর মরদেহ

অপরাধ টাঙ্গাইল সদর দুর্ঘটনা ফিচার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের পৌর শহরের সন্তোষ এলাকায় নিখোঁজের ৪ দিন পর সোহেল রানা (৩২) নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

 

আজ মঙ্গলবার (২ জুলাই) সন্তোষ এলাকার রথখোলা শান্তিনগর মডেল টাউন পুকুরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। সোহেল পৌর শহরের অলোয়া ভবানী আমতলা এলাকার নুর মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত চারদিন আগে নিজ এলাকা থেকে নিখোঁজ হন সোহেল। অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় একদিন পর টাঙ্গাইল সদর মডেল থানায় জিডি করে পরিবার। স্থানীয় লোকজন মঙ্গলবার বেলা ১১টার দিকে শান্তিনগর মডেল টাউন পুকুরের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের লোকজন লাশটি সোহেলের বলে শনাক্ত করেন। সোহেল দীর্ঘদিন বিদেশ কাটিয়ে এক বছর হলো দেশে আসেন। আগামী মাসে তিনি আবার বিদেশ চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

টাঙ্গাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *