
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার, ২৯ জুন বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামের এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন-মুহাম্মদ আলী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ক্রীড়া অফিসার আল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু প্রমুখ।
টুর্নামেন্টে জেলার ১০টি কলেজ অংশগ্রহণ করে। প্রথম দিনের উদ্বোধনী খেলায় সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজকে ১-২ গোলে হারিয়ে লায়ন নজরুল ইসলাম কলেজ বিজয়ী হয়।