নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সৌখিন মৎস্য সমিতির উদ্যোগে বর্ষার শুরুতেই মৎস্য শিকার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভোর ৬ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত জেলার সদর লেকে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা মৎস্য শিকার সমিতির সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সোহেল প্রমুখ।
আয়োজক কমিটি জানায়, টাঙ্গাইল জেলাসহ সারাদেশে থেকে আসা ৯১জন মৎস্য শিকারি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ৫০ হাজার টাকা মূল্যের প্রতিটি আসনে মৎস্য শিকারীরা দুটি করে শিপ দিয়ে মাছ ধরায় অংশ নেন।
প্রতিযোগিতায় কক্সবাজার জেলার সোয়েব চৌধুরী নয় কেজি ৮০০ গ্রাম কাতলা মাছ ধরে প্রথম স্থান অর্জন করেন ও ফেনীর বাবু চৌধুরী আট কেজি ২০০ গ্রাম মাছ ধরে দ্বিতীয় স্থান অর্জন করেন। প্রথম পুরস্কার আট লাখ টাকা ও দ্বিতীয় পুরস্কার চার লাখ টাকার প্রাইজবন্ডসহ মোট ১৩টি পুরস্কার প্রদান করা হয়।