বাসাইলে বাইসাইকেল পেল ৬০ নারী শিক্ষার্থী

ফিচার বাসাইল শিক্ষা

বাসাইল প্রতিনিধি: বাসাইলে মাধ্যমিক বিদ্যালয়ের ৬০জন নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার, ২৫ জুন দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বাইসাইকেল বিতরণ করা হয়।

 

 

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।

এছাড়া, উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, বাসাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকারসহ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

কাউলজানী লুৎফা শান্তা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা আক্তার সাইকেল পেয়ে খুশি হয়ে বলেন, ‘আমি হেঁটে স্কুলে যাইতাম। এখন আর হেঁটে স্কুলে যেতে হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেহা আক্তার বলেন, ‘আমার স্কুলে আশা যাওয়া সমস্যা ছিল। এখন সাইকেল পেলাম আর সমস্যা থাকবে না। আমাদের লেখাপড়ার আগ্রহ আরও বেড়ে যাবে।’

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান বলেন, ২০২২-২৩ অর্থবছরের ভূমি হস্তান্তর করের অর্থ হতে উপজেলার দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ৬টি ইউনিয়নে মাধ্যমিক বিদ্যালয় হতে ৬০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী বাছাই করে তাদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমের জন্য ব্যয় ধরা হয়েছে ৬ লাখ টাকা।

জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম বলেন, সামাজিক এই উন্নয়নে পাশে থাকার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ধন্যবাদ জানাই। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির অংশ হিসেবে তোমাদের সাইকেল বিতরণ করা হয়েছে। তোমরা সামনাসামনি প্রধানমন্ত্রীকে দেখতে না পারলেও তার এই উপহার, তার স্নেহ তোমাদের সাথে থাকবে। তোমরা ভালো থাকলেই মাননীয় প্রধানমন্ত্রী ভালো থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *