ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিমি যানজট

কালিহাতী টাঙ্গাইল সদর দুর্ঘটনা ফিচার ভূঞাপুর

ভূঞাপুর প্রতিনিধি: একাধিক দুর্ঘটনা, গাড়ি বিকল ও অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

 

 

রবিবার, ২৩ জুন বিকেল থেকে কালিহাতীর পৌলি থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৭ কি‌লো‌মিটার সড়‌কে যানজট শুরু হয়। এতে চলাচলরত মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আধাঘণ্টার সড়ক পার হতে লাগছে তিন থেকে চার ঘণ্টা।

নাটোর থেকে ছেড়ে আসা হানিফ পরিবহণের চালক রুস্তম মিয়া বলেন, বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত আসতে সময় লাগে সর্বোচ্চ ১৫ মিনিট। আজকে দুপুরের পর সময় লেগেছে প্রায় তিন ঘণ্টা। এতে আমার গাড়িতে থাকা যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বগুড়ার মাইক্রোবাসের চালক হুমায়ূন শেখ বলেন, ঈদের আগের দিনও এ মহাসড়কে প্রায় ৩ ঘণ্টার মতো যানজটে ভোগান্তি পোহাতে হয়েছে। আজকেও যানজটে কষ্ট হচ্ছে। পুলিশ ঠিকমতো দায়িত্ব পালন করলে চালকরা এলোমেলো গাড়ি চালাতে পারত না, এতে যানজট হতো না।

এদিকে, অতিরিক্ত ভাড়া ও গণপরিবহন সংকটে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পিকআপ ও বাসের ছাদে করে গন্তব্যে ছুটে চলেছে মানুষ। যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। বেশি ভোগান্তিতে রয়েছে নারী ও শিশুরা।

এলেঙ্গা হাইওয়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোঃ সাজেদুর রহমান জানান, চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে ও পরিবহণের চাপ থাকায় ধীরগতিতে চলাচল করছে। তবে বাকি সড়কে স্বাভাবিক গতিতে চলাচল করছে পরিবহণগু‌লো। মহাসড়কে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *