বঙ্গবন্ধু সেতুতে একসপ্তাহে আয় হলো ২৩ কোটি ৮৩ লাখ টাকা

অর্থনীতি জাতীয় পরিবেশ ফিচার ভূঞাপুর

নিজস্ব প্রতিবেদক: এবার ঈদ উল আযহা উপলক্ষে ছুটিতে নাড়ির টানে বাড়ি ফিরেছে উত্তরাঞ্চলের ঘরমুখী মানুষ। উত্তরবঙ্গ যাতায়াতে গত এক সপ্তাহে বঙ্গবন্ধু সেতু দিয়ে দুই লাখ ৯৪ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২৩ কোটি ৮৩ লাখ ৭৮ হাজার ৪৫০ টাকা। ৯ জুন দিনগত রাত ১২টা থেকে রবিবার (১৬ জুন) রাত ১২টা পর্যন্ত এই পরিমাণ যানচলাচল ও টোল আদায় হয়।

 

 

 

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে এক লাখ ৬৯ হাজার ৬৮৫টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১২ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার ২০০ টাকা। আর সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে পারাপার হয়েছে এক লাখ ২৪ হাজার ৬৬১টি যানবাহন। এ থেকে টোল আদায় হয়েছে ১১ কোটি ৭৯ লাখ ২৮ হাজার ৪০০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এসব তথ্য নিশ্চিত করে জানান, স্বাভাবিক সময়ে বঙ্গবন্ধু সেতু হয়ে ২১টি জেলার ১২-১৫ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদযাত্রায় এ সংখ্যা দুই থেকে তিনগুণ বেড়ে যায়। যানচলাচল বৃদ্ধি ও যানজট নিরসনে সেতুর উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপন করা হয়েছে। মোটরসাইকেলের জন্য স্থাপন করা হয়েছে চারটি বুথ।

এদিকে, ১৯৯৮ সালের ২৩ জুন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর প্রায় ২৬ বছরে সর্বোচ্চ টোল আদায় হয়েছে বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত। এ সময় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা। যা সেতু উদ্বোধনের পর টোল আদায়ে সর্বোচ্চ নতুন রেকর্ড সৃষ্টি করেছে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *